Sunday, May 8, 2016

What's HTML Editor? HTML Editor কি?

যে সকল সফ্টওয়্যারে HTML Edit কোড লেখা হয় তাকে HTML Editor বলে। অনেক ধরনের সফ্টওয়্যার আছে যার মাধ্যমে HTML এ কাজ করা যেমন- WordPad, Note Pad, Note Pad++, MS-Word, MS-font Page, CoffeeCup & HTML Editor ইত্যাদি। এর মধ্যে Note Pad আমাদের প্রত্যেকের কম্পিউটারে রয়েছে। আমরা আপনাকে প্রথমেই ঐ সকল সফ্টওয়্যার ডাউনলোড করতে বলবোনা। আপনি প্রথমে Note Pad দিয়ে শুরু করবেন। স্টার্টে টাইপ করুন Note Pad তাহলেই পেয়ে যাবেন। শুধু সেভ করার সময় File নেম এর পরে (.) ডট দিয়ে html লিখে সেভ করুন। দেখবেন ফাইলটি ওয়েব পেজে ওপেন হচ্ছে। ছোট্ট একটা কাজ করে পরীক্ষ করেনিন। আপনার নিচের কোডটি টাইপ করুন। উপরের নিয়মে সেভ করন আর দেখুন।


No comments:

Post a Comment

অসাধারন হাসির একটা নাটক দেখুন

মীর সাব্বিরের অতি কথা নাটকের অংশ দেখুন। হাসির জন্য পারফেক্ট Very Funny Bangla Natok by Mir Sabbir হাসির... by smsohagsms