আমরা
যখন একটা Web page নিয়ে কাজ করি তখন তার ভেতরে হাজার হাজার লাইন ও প্রচুর পরিমানে ট্যাগ
ব্যবহার করেত হয়। অনেক সময় অথর নিজেও ভুলে যায় কোন ট্যাগ কোথায় শুরু বা কোন বিষয় কোতায়
রাখা হয়েছিল। তাই লেখার ভেতরে Comments ব্যবহার করে উল্লেক করে রাখে কোন ট্যাগে কোন
বিষয়ে লেখা হয়েছে। এত পরবর্তিতে একজন ওয়েব ডেভলপারের কাজ করতে সুবিধা হয়। খুব সহজে
খুজে নিতে পারেন কোন ট্যাগে উন্নয়ন করা দরকার বা কোন ট্যাগ পরিবর্তন বা বাদ দেয়া দরকার।
এ সকল কমেন্টস্ শুধু অথর দেকতে পাকে কোন ভিজিটর দেখতে পারেনা। এ কাজটি করার জন্য Web
page 2.html বা Web page 3.html ফাইলটি Note pad এ অপেন করুন এবং নিচের কোডগুলো দেখে
আপনি ফাইলটি এডিট করে নিন।
Comments |
এখন ফাইল টি Web page 4.html দিয়ে সেভ করুন। ফাইলটি একটি
ব্রাউজারে অপেন করেন এবং ফলাফল দেখুন। <--
--> ট্যাগের এর ভেতরে কমেন্টস লিখেতে হয়।
No comments:
Post a Comment